বাংলাদেশের প্রথম নির্মাণ বিশেষায়িত ডিজিটাল প্ল্যাটফর্ম রডসিম । রডসিম অনলাইন মার্কেটপ্লেসে সকল প্রকার নির্মাণ সামগ্রী, যন্ত্রপাতি, এবং নির্মান পরিষেবা সরবরাহকারীদের যুক্ত হোন । নির্মানে আপনার সময়, শ্রম ও অর্থ সাশ্রয় করুন । 

নির্মাণ সামগ্রীর দাম কমতে শুরু করেছে, খুব দ্রুতই নির্মাণ খাতে অস্থিরতা কেটে যাবে।

নির্মাণ সামগ্রীর দাম কমতে শুরু করেছে, খুব দ্রুতই নির্মাণ খাতে অস্থিরতা কেটে যাবে।

  • Al Farhad (CEO Rodcem)
  • 11 Apr 23
নির্মাণ খাতের উর্ধমূখী বাজার দরের কারনে কিছুটা হলেও চাহিদা কমেছে গ্রাহক পর্যায়ে।  তার প্রভাবেই কিছুটা দাম কমার সম্ভাবনা রয়েছে।  

ঠিকাদাররা হটাৎ দাম বেড়ে যাওয়ায় ব্যাপক লোকসানের সম্মুখীন হয়েছেন, 
দাম কিছুটা কমে আসার খবরে পুরোদমে কাজ শুরু করার প্রস্তুতি নিতে যাচ্ছেন তারা। 

Chat with us