নির্মাণ সামগ্রীর বিশাল চাহিদা ও ঝুঁকিবিহীন ব্যবসা বাংলাদেশে প্রতিটি ইউনিয়নেই ঘরবাড়ি, দোকানপাট ও ছোট নির্মাণ কাজ চলছে বছরজুড়ে। রড, সিমেন্টের চাহিদা কখনো কমে না। রডসেমের মাধ্যমে এজেন্টরা কোনো মালামাল জমিয়ে না রেখে অর্ডার ভিত্তিক বিক্রি করতে পারে—ফলে বিনিয়োগ ঝুঁকি নেই, লাভ নিশ্চিত।
সকল জনপ্রিয় রড-সিমেন্ট ব্র্যান্ড এক জায়গায়। সঙ্গে রয়েছে ডিজাইন, এস্টিমেট ও কনসালটেন্সি—AI প্রযুক্তির মাধ্যমে। একজন এজেন্ট নিজের এলাকার গ্রাহকদের সব কিছু একসাথে দিতে পারে, পেশাদার ভরসা তৈরি হয়।
রডসিম কোম্পানির সাথে যুক্ত হওয়ার ফলে এজেন্টরা ডিলার বা মধ্যস্বত্বভোগীদের ঝামেলা ছাড়াই সর্বনিম্ন মূল্যে পণ্য সংগ্রহ করতে পারে। এতে মুনাফা বেশি হয় এবং বাজারে প্রতিযোগিতামূলক দাম দিয়ে কাস্টমার ধরে রাখা সহজ হয়।
রডসিম একটি রেজিস্টার্ড ও স্বীকৃত প্রতিষ্ঠান। এজেন্টদের জন্য রয়েছে নিয়মিত ট্রেনিং, ডিজিটাল মার্কেটিং সাপোর্ট, ও ব্যবসা বাড়ানোর পরামর্শ। এতে ব্যবসা শুধু শুরু করাই না, টেকসইভাবেও বাড়ানো যায়।
কাস্টমার বা এজেন্ট রডসিম ওয়েবসাইট/অ্যাপ থেকে রড, সিমেন্টসহ নির্মাণসামগ্রী এবং ডিজাইন, এস্টিমেট, কনসালটেন্সি সার্ভিস অর্ডার করতে পারে। সব কিছু এক প্ল্যাটফর্মেই।
লোকাল এজেন্টদের মাধ্যমে কাস্টমারদের অর্ডার কনফার্ম, ডেলিভারি ও যোগাযোগ করা হয়। এজেন্ট প্রতি অর্ডারে কমিশন পান এবং গ্রাহকের সঙ্গে সরাসরি সম্পর্ক গড়ে তোলেন।
রডসেমের হেড অফিস টিম অর্ডার যাচাই, ব্র্যান্ড থেকে পণ্য সংগ্রহ ও কাস্টমার পর্যন্ত পৌঁছানো পর্যন্ত সম্পূর্ণ প্রক্রিয়া পরিচালনা করে। ফলে এজেন্টরা নিশ্চিন্তে বাজার সম্প্রসারণে মনোযোগ দিতে পারেন।